Wednesday 27 April 2016


পান্তামনি
..........................................
মধুমিতা ভট্টাচার্য।
ছোট্ট কুঁড়েঘর,।। কিন্তু আলো আসে বেশ।
চন্দার মনি।। উঠোন ঝাড় দিতে দিতে গজগজ করে।
বড়কা টাই শেষ। ও না এলি কি খুতি হতো?..
ব্রজকুমার পুকুর থেকে নেয়ে এসে পান্তা চায়।
চন্দারমনির পান্তা ভাতের হাঁড়ি টা ইশারায় দেখিয়ে দিয়ে বলে এবার মুর মুন্ডি টা গেল।। ব্রজ কুমার হাওয়া খুব সুবিধার নয় বুঝলো। কিন্তু সরে গেলেও হবেনা। জুয়ার আড্ডা তে বাকি পড়ে আছে। আজই দিতে হবে। ফলে চন্দারমনির গালি টা কে গায়ে না মেখে, জড়িয়ে ধরতে গেল ওর দুই বাহু, মুখ নামাতে গেল ওর দুই গালে।
যেই না ধরা আর যাবে কোথায় ব্রজকুমার।।।
গালিবর্ষণ।। তাও মুখে ব্রজকুমাররের হাসির রেখা মিলাইনা। টাকা তো তার আজ চাই। আর টাকা মানেই চন্দারমনি।
বলে মুই তোর ছুটকা বটে।। আদর দিবি লাই??
চন্দার বলে, দূর হ, যা মুর নজর আড়ালে।
শালা বেজন্মার ছুটকা।।
আরো গালি বর্ষণ।
ব্রজকুমার আপাতত সরে গেল, আবার আসার প্রতিশ্রুতি দিয়ে।
ব্রজকুমার , চন্দারমনির কনিষ্ঠ স্বামী।
হ্যাঁ, কনিষ্ঠ। চন্দারমনির মোট চারটি স্বামী। দুটি পুরুষ বন্ধু ও আছে।
নষ্ট মেয়েমানুষ লোকে বললেও সে বলে আমি কাঙালমনি। একটু ভালবাসার পান্তা জল চাইছিলাম।
অতীতে প্রণয় আসক্ত হয়ে ঘর, গাঁ পালিয়ে সাদি করেছিল। বাউলানি র প্রেম চন্দারমনির। কাঙালিনি পান্তার মতো ভালোবাসা ছিল তার।
কিন্তু ভালোবাসার রূপ আরো প্রকাশ পায়, সাদির দুই বছর পর প্রথম স্বামী অন্য মেয়ে কে পালিয়ে যায়।
চন্দারমনির জনমজুরির বেতন এর জমানো টাকা আর তার রুপোর বালা গুলো ও নিয়ে যায় সাথে।
আগুন জ্বলে চন্দার বুকে। রাগে, দুঃখে অভিমানে অপমানে।
প্রতিশোধ জাগে তার কাঙালিনি পান্তা জলের বুকে।
ঠিক করে সেও ওই প্রথম স্বামীর বিশ্বাসঘাতকতার
প্রতিশোধ নেবে, আর ওই হারামজাদা স্বামী কে দেখিয়ে দেবে সেও তার মতোই ভালো থাকতে জানে। তার কাঙালিনি পান্তা জলে ভালোবাসা খুঁজে নিয়ে ভালোবাসতে আসবে অন্য পুরুষ।
চন্দারমণী আবার সাদি করে। আবার ঠকে। প্রতিশোধের লেলিহান শিখা আরো জ্বলে ওঠে।
আর মনের মানুষ পেয়ে ঘর বাঁধতে চায় চন্দার।
এই করে চারটে সাদি করেও মানুষ তো পেলোনা, মনের মানুষ তো দূর।
সব মজা আর টাকা লুঠতে আসে, ধান্দায়। ধান্দা ফুরালে কেটে পরে।
চন্দারমনি চারটে সাদি করেও নিঃসন্তান।
একাই থাকে পলাতক চারটে স্বামীর প্রতি ঘৃণা আর দুটো বন্ধুর পুরুষ সুলভ প্রহসন নিয়ে।
পান্তা লাই গ আইড় পিত্থিবীর বুকে

No comments:

Post a Comment